Advertise top
অর্থনীতি

ইলিশ ধরা নিষিদ্ধ বৃহস্পতিবার থেকে,পরিবহনও করা যাবে না

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০৯:১০ পিএম       

ইলিশ ধরা নিষিদ্ধ বৃহস্পতিবার থেকে,পরিবহনও করা যাবে না
ইলিশ ধরা নিষেধাজ্ঞায় অভিযান। ফাইল ফটো

 

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও মা ইলিশের প্রজনন রক্ষায় বৃহস্পতিবার, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার।

 

এরফলে আজ  মধ্যরাত (বৃহস্পতিবার প্রথম প্রহর) থেকে নিষিদ্ধ হচ্ছে ইলিশ শিকার।

 

এ লক্ষ্যে আগামী ২ নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার।

 

মূলত মাছের সুরক্ষা ও সংরক্ষণ আইনের অধীনে নিয়মানুযায়ী এ বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর ২০২২ পর্যন্ত। নদ-নদীর পাশাপাশি এ নিষেধাজ্ঞা থাকবে উপকূলীয় ইলিশ প্রজননক্ষেত্রের সাত হাজার বর্গকিলোমিটার এলাকায়।

 

এ সময়ের মধ্যে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা না মানলে আইনে এক থেকে দুই বছর সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা, অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

 

এদিকে মা ইলিশ রক্ষায় সিভিল প্রশাসনের পাশাপাশি কাজ করবে নৌ-বাহিনীর জাহাজ।

 

২২ দিনের এই কর্মসূচি বাস্তবায়নে টাস্কফোর্স কঠোরভাবে দায়িত্ব পালন করবে।

 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal