Advertise top
রাজনীতি

‘দিল্লী আছেতো, আমরা আছি’ বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল: চরমোনাই পীর

বরিশাল নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ১১:১০ পিএম     আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১০:০০ এএম

দিল্লী আছে তো আমরা আছি বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল: চরমোনাই পীর
অশ্বিনী কুমার হল চত্বরের সমাবেশে বক্তব্য দেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।ছবি: বরিশাল নিউজ

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আবারও অবৈধভাবে ক্ষমতায় আসার জন্য আওয়ামী লীগ উদ্যোগ নিয়েছে।

 

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দায়িত্বশীলরা বলছেন, ‘দিল্লী আছে তো আমরা আছি।’ তাদের এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি। তারা প্রমাণ করে দিয়েছেন, আওয়ামী লীগ দেশপ্রেমিক নয়, ক্ষমতাপ্রেমিক।

 

বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলনের জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চরমোনই পীর এসব কথা বলেন।

 

জাতীয় সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন এ সমাবেশ করে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

 

সমাবেশে আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশ্রাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, উপদেষ্টা মাওলানা ওবাইদুর রহমান মাহবুব, যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মো. শরিফুল ইসলাম রিয়াদ। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মুফতি সৈয়দ এছাহাক মুহাম্মদ আবুল খায়ের।

 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal