বরিশাল বিদেশ ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৭ পিএম
ইন্দোনেশিয়া সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে পণ্য বিক্রি বন্ধ করতে আইন পাস করেছে। এক সপ্তাহের মধ্যে আইনটি কার্যকর হবে।
দেশটিতে ডিজিটাল প্লাটফর্মে বিক্রি বেড়ে যাওয়ায় সাধারণ ব্যবসায়ী ও বিপণি বিতানগুলো হুমকির মুখে পড়েছে। এই পরিস্থিতিতে সরকার অফলাইন বাজার রক্ষা কৌশল হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে।
ইন্দোনেশিয়া টিকটকের জন্য যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বড় বাজার। গত বছরে সেখানে পাঁচ হাজার ২০০ কোটি ডলারের ই-কমার্স লেনদেন হয়েছে। দেশটির ই-কমার্স খাত ২০২৫ সালের মধ্যে নয় হাজার ৫০০ কোটি ডলারে দাঁড়াবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
আইন পাসের পর প্রতিক্রিয়ায় টিকটক জানিয়েছে, ‘আমরা স্থানীয় আইন ও নীতিমালার প্রতি সম্মান করি। আগামী দিনগুলোতে সামনে এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি হবে বলেই আশা করছি।’
তবে ফেসবুক ও ইনস্টাগ্রামের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোন মন্তব্য করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন