Advertise top
বরিশাল

ভোলা-ঢাকা রুটে ফেরিযুক্ত লঞ্চ সার্ভিস চালু

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৯ পিএম    

ভোলা-ঢাকা রুটে ফেরিযুক্ত লঞ্চ সার্ভিস চালু

 

ভোলা-ঢাকা নৌরুটে শুরু হয়েছে ডে-নাইট ফেরিযুক্ত লঞ্চ সার্ভিস। এমভি কার্নিভাল ক্রুজ নামে এটি এক ধরনের রো-রো ফেরি ও যাত্রী পরিবহণ লঞ্চ।

 

শনিবার, ১৫ সেপ্টেম্বর উদ্বোধনী যাত্রায় ঢাকা থেকে এসেছেন ভোলা-৩ আসনের সংসদ-সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, বিআইডব্লিটিএ-এর পরিচালক জয়নাল আবদীন এবং কার্নিভাল ক্রুজ কোম্পানির পরিচালক মাসুম খান ও প্রতিনিধি মিজানুর রহমান।

 

কার্নিভাল ক্রুজের পরিচালক মাসুম খান জানান, এই নৌযানটি প্রতিদিন সকাল ৮টায় ঢাকা ছেড়ে ভোলায় পৌঁছবে দুপুর ১টার মধ্যে। অপরদিকে রাত ৯টায় ভোলা থেকে ছেড়ে যাবে ঢাকায়।নৌযানটিতে ছোট ২৫টি প্রাইভেটকার পরিবহণ করা যাবে। বড় গাড়ি বা ট্রাক হলে ১২ থেকে ১৫টি পরিবহণ করা সম্ভব হবে।

 

এর দ্বিতীয় ও তৃতীয় তলায় যাত্রীদের জন্য রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ৫৭টি কেবিন ও ১৮০ চেয়ার সিট। প্রতি চেয়ার ভাড়া ৪শ টাকা। আর কেবিন ডাবল ৩ হাজার থেকে ১০ হাজার টাকা।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal