Advertise top
অর্থনীতি

দাম বাড়ানো হলো সয়াবিনসহ ভোজ্যতেলের

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৯:৩০ পিএম    

দাম বাড়ানো হলো সয়াবিনসহ ভোজ্যতেলের
সয়াবিন তেল। ফাইল ফটো

দেশে ভোজ্য তেলের দাম বাড়িয়েছে সরকার। এরফলে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা বেড়ে বিক্রি হবে ১৯৫ টাকায়। এতদিন বিক্রি হয়েছিল ১৮৯ টাকায়।  অন্যদিকে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানো হয়েছে। এখর এর দাম পড়বে ১৭৭ টাকা।

 

এছাড়াও প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে ১৬৩ টাকায়। আগামীকাল মঙ্গলবার থেকেই নতুন এই দর কার্যকর হবে। 

 

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে আজ সোমবার বৈঠকের পর সয়াবিন তেল ও পাম তেলের নতুন মূল্য নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত হয়। সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

 

সচিবালয়ে বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন ও পাম তেলের নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। 

 

এর আগে গত ১৩ এপ্রিল সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal