Advertise top
রাজনীতি

ওবায়দুল কাদের হাসপাতালে ভর্তি, সঙ্কটাপন্ন অবস্থা

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৭:১০ পিএম       

ওবায়দুল কাদের হাসপাতালে ভর্তি, সঙ্কটাপন্ন অবস্থা
ওবায়দুল কাদের

আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কোলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, তাকে ভেন্টিলেশনের নেওয়ার পর চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি, তবে অবস্থা বেশ সংকট জনক।

 

গত কয়েকদিন ধরে বাড়ীতে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। গত শুক্রবার হঠাৎ জ্ঞান হারিয়ে পড়লে তাকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়।

 

গতবছর জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওবায়দুল কাদের দেশের মধ্যে পালিয়ে ছিলেন। তিন মাস পর নভেম্বর মাসে তিনি দেশ ছেড়ে ভারত চলে যান।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal