Advertise top
বরিশাল

হাফ ভাড়া নিয়ে শ্রমিক- শিক্ষার্থী সংঘর্ষ

বরিশাল নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১০:১৩ পিএম    

হাফ ভাড়া নিয়ে শ্রমিক- শিক্ষার্থী সংঘর্ষ

বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ‘হাফ ভাড়া’ নিয়ে বিরোধে শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় হামলা-পাল্টা হামলা, বাস ও বাস কাউন্টার ভাঙচুর করা হয়েছে।  এছাড়া বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগ করেন তারা।

 

শ্রমিকদের দাবি, শিক্ষার্থীদের হামলায় অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে অর্ধশতাধিক বাস। আহত শ্রমিক এবং শিক্ষার্থীদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শনিবার, ১৫ নভেম্বর রাত সোয়া ৭টা এই সংঘর্ষ শুরু হয়।

 

ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিস সদস্যরা বাসগুলোতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

 

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্ররা জানিয়েছেন, শনিবার বিকেলে বিএম কলেজের প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু বক্কর হিজলা উপজেলা থেকে ‘সোহান হাওলাদার’ নামক বাসে বরিশালে ফিরছিল।

 

তার কাছে ভাড়া চাইলে তিনি বিএম কলেজ শিক্ষার্থী পরিচয় দিয়ে হাফ ভাড়া দিতে চান। কিন্তু বাসের সুপারভাইজার এবং হেলপার তার কাছে ফুল ভাড়া দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শিক্ষার্থী আবু বক্করকে লাঞ্ছিত করেন শ্রমিকরা।

 

আবু বক্কর ঘটনাটি বিএম কলেজ শিক্ষার্থীদের জানান। পরে বাসটি সন্ধ্যা ৬টায় নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে পৌঁছলে রাজুসহ বিএম কলেজের একদল শিক্ষার্থী সেখানে গিয়ে ঘটনার প্রতিবাদ জানান। এ সময় তাদের সঙ্গেও শ্রমিকরা খারাপ ব্যবহার করে। এ নিয়ে উত্তেজনার এক পর্যায় ২৫-৩০ জন শ্রমিক একত্রিত হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে ৩০ জন শিক্ষার্থী আহত হলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ছাত্রনেতা রাজু।

 

অপরদিকে, নথুল্লাবাদের পরিবহন শ্রমিক নেতা আরজু মৃধা বলেন, কলেজ বন্ধের দিনে হাফ ভাড়া কার্যকর হবে না। শনিবার কলেজ বন্ধের দিন এক শিক্ষার্থী বাসে ওঠে হাফভাড়া দেওয়ার কথা বলে। বাসের সুপারভাইজার সেটা না মেনে সম্পূর্ণ ভাড়া দাবি করে। এতে ক্ষুব্ধ হন ওই শিক্ষার্থী।

 

নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস মালিক গ্রুপের সভাপতি মোশারফ হোসেন বলেন, তারা বাস টার্মিনাল ভবন ভেঙে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা সবাই ভেতরে অবরুদ্ধ হয়ে পড়ি।

 

ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিস সদস্যরা বাসগুলোতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। বর্তমানে গোটা বাসস্ট্যান্ড এলাকা শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রয়েছে।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal