বরিশাল নিউজ
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৬ পিএম

বরিশালের গৌরনদীতে বিকাশ ব্যবসায়ীকে পিস্তল ধরে টাকা ছিনতাইয়ের অভিযোগে আরিফ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, রবিবার , ২৮ সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়া আরিফ মিয়া ঢাকার উত্তরখানের আক্কাস আলীর ছেলে। এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে পুলিশে দেয়।
এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্ত আরিফের কাছ থেকে একটি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী জুয়েল সরদার জানিয়েছেন, বেলা ১১টার দিকে আশোকাঠি কাচা বাজার এলাকায় তার বিকাশের দোকানে ঢোকে আরিফ। সে একটি বিকাশ নাম্বারে ১০ হাজার টাকা পাঠাতে বললে ব্যবসায়ী তার কাছে নগদ টাকা চান। এ সময় অরিফ তার দিকে পিস্তল তাক করে টাকা পাঠানোর হুমকি দেয়।
এসময় তার ডাক চিৎকারে অন্য ব্যবসায়ীরা এগিয়ে এসে ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপার্দ করে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন