বরিশাল নিউজ
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম
বরিশালের মুলাদীতে এক নারী সহ্য করতে পারেননি স্বামী ও দুই সন্তানের কারাবাস। শেষ পযন্ত যন্ত্রণা থেকে বাচতে মৃত্যুকে বেছে নেন রেশমা নামের হতভাগা এই নারী। মেয়ের সেই যন্ত্রণা সইতে পারছিলেন না রেশমার মা মরিয়ম বেগমও। তাই মেয়ের হারানোর শোক সামলাতে পারলেন না। মেয়ের জন্য বিলাপ করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন সেই মা।
মরিয়ম বেগমের স্বামী লতিফ দুরানী জানান, গত ৩১ আগস্ট সকালে তার মেয়ে রেশমা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ। মেয়ের মৃত্যুতে মরিয়ম বেগম ভেঙে পড়েছিলেন।
লতিফ দুরানী বলেন, তার জামাতা আব্দুল লতিফ ব্যাপারী, নাতি সুমন ও সুজন কারাগারে থাকায় মেয়ে রেশমা হতাশ হয়ে পড়েন। পরে গত ৩১ আগস্ট সকাল ৮টার দিকে থানার পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
মেয়ের মৃত্যুসংবাদ পাওয়ার পর থেকে তাঁর স্ত্রী মরিয়ম নাওয়া-খাওয়া ছেড়ে দেন। মেয়ের জন্য কাঁদতে কাঁদতে মঙ্গলবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন মরিয়ম। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন