বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম
ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন, গণতান্ত্রিক নীতি ও আইনের শাসনের ভিত্তিতে নতুন সাম্রাজ্যবাদের মুখোমুখি একটি অঞ্চলে আমরা ‘তৃতীয় উপায়’ প্রস্তাব করতে চাই। অংশীদারদের ধামকি দেওয়া কিংবা তাদের অস্থিতিশীল পরিকল্পনার দিকে নিয়ে যাওয়ার কোনো উদ্দেশ্য আমাদের নেই।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন বিস্তৃত অঞ্চলে প্রভাব বিস্তারের জন্য প্রতিযোগিতা করছে। ম্যাক্রোঁ ফ্রান্সকে বিকল্প হিসাবে উপস্থাপন করেছে।
প্রতিবেশী দেশ ভারতে জি২০ নেতাদের শীর্ষ সম্মেলন শেষে গতকাল রবিবার ঢাকায় পৌঁছানোর পর ম্যাক্রোঁ বলেন, বাংলাদেশ ক্রমান্বয়ে বিশ্বমঞ্চে তার স্থান পুনরুদ্ধার করছে।
দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং ১৭ কোটিরও বেশি জনসংখ্যার বিশ্বের অষ্টম জনবহুল দক্ষিণ এশিয়ার দেশটির ‘অসাধারণ সাফল্যের’ প্রশংসা করেন তিনি।
প্যারিসে ফেরার আগে সোমবার শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পাশাপাশি তার বাবা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ম্যাক্রোঁ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন