Advertise top
বরিশাল

আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’, কনস্টেবল প্রত্যাহার

বরিশাল নিউজ, পিরোজপুর

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৭:৩০ পিএম    

 আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’, কনস্টেবল প্রত্যাহার
কনস্টেবল মাসুদ রেজা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’র অভিযোগে পিরোজপুর আদালতে কর্মরত মাসুদ রেজা নামে এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। তিনি পিরোজপুর আদালতে কর্মরত ছিলেন।

 

পিরোজপুর জেলা জজ আদালতের সামনে বুধবার রাত ১১টার দিকে এ ঘটার পর তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের।

পিরোজপুর সদর থানার ওসি রবিউল ইসলাম বলেন, বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটে। রাতে হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আদালতের সামনে শহীদ আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’ করেন মাসুদ রেজা।

 

এ সময় স্থানীয় জনতা তাকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে সদর থানা-পুলিশ তাকে উদ্ধার করে নিরাপদে নেয়।

 

তিনি বলেন, তাৎক্ষণিক পুলিশ সুপারের নির্দেশে কনস্টেবল মাসুদকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal