Advertise top
বরিশাল

বরগুনায় নির্বাচন অফিসের হিসাব শাখায় আগুন

বরিশাল নিউজ, বরগুনা

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১১:২৪ পিএম    

বরগুনায় নির্বাচন অফিসের হিসাব শাখায় আগুন
বরগুনায় নির্বাচন অফিসের হিসাব শাখায় আগুন। ছবি: বরিশাল নিউজ

বরগুনা জেলা নির্বাচন অফিসের হিসাব রুমে আগুন লেগে কিছু ফাইলপত্র, কয়েকটি কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে গেছে।  অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মনিরুজ্জামান জানান, সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাটি তদন্তের জন্য তিনি তিন সদস্যের একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে । তবে এ সময়ের মধ্যে ওই রুমে থাকা পুরাতন ভোটার তালিকা, কয়েকটি ব্যালট বাক্স, কম্পিউটার, একটি ফ্রিজ এবং অন্যান্য কাগজপত্রসহ কিছু আসবাবপত্র পুড়ে যায়।

জেলা নির্বাচন অফিসের নৈশপ্রহরী মো. সাকিল হাওলাদার বলেন, সকাল ৭টার দিকে আমি পতাকা টাঙানোর জন্য ছাদে যাই। একটু পরে ক্লিনার কাজল এলে তিনি নিচে নেমে গেট খোলেন। কাজল কাজ শুরু করার আগেই দ্বিতীয়তলার পশ্চিম পাশের হিসাব শাখার একটি কক্ষে কটকট শব্দ শুনতে পান। কিছুক্ষণের মধ্যেই ওই কক্ষে ধোঁয়া দেখতে পেলে কাজল আমাকেসহ তৃতীয়তলায় অবস্থান করা সহকারী জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সেলিম হাওলাদার ও অফিস সহকারী ইউসুফকে বিষয়টি জানান। তারা নিচে নেমে দেখতে পান, পুরো অফিস ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।

 

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, সকাল ৭টা ২৬ মিনিটের সময় আমরা আগুন লাগার খবর পাই। স্টেশন কাছাকাছি হওয়ায় দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে পাশে থাকা মূল স্টোরে আগুন ছড়াতে পারেনি।

 

তিনি আরও বলেন, শুধু হিসাব শাখার একটি রুমেই আগুন সীমাবদ্ধ ছিল এবং সেখানে থাকা কম্পিউটার, ফটোকপি মেশিন এবং কিছু ফাইলপত্র পুড়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal