Advertise top
বরিশাল

দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না: বরিশালে আইজিপি

বরিশাল নিউজ

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১১:৫১ পিএম    

দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না: বরিশালে আইজিপি
বরিশাল বিভাগে কর্মরত অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি আইজিপি বাহারুল আলম। ছবি: বরিশাল নিউজ

আইজিপির বাহারুল আলম বরিশাল পুলিশের উদ্দেশ্যে বলেছেন,“ দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না। নির্বাচণের সময় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন।” এ ছাড়া তিনি পুলিশ সদস্যদের হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো, ছুটিতে যাওয়ার সময় মোটরসাইকেল ব্যবহার করা, সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের পোশাক পরে ছবি/ভিডিও আপলোড করা, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে পুলিশ পরিচয় দেওয়া থেকে বিরত থাকতে বলেন। 

 

আগামী জাতীয় নির্বাচনে সব পুলিশ সদস্যকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে নগরের রূপাতলীতে পুলিশ লাইন্সের ড্রিল শেডে বিভাগে কর্মরত সব ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বৃহস্পতিবার,৩ জুলাই এ আহ্বান জানান আইজিপি বাহারুল আলম।

 

বিশেষ কল্যাণ সভায় আইজিপি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে ঝুঁকি ভাতা, আর্থিক সহায়তা, মোটরসাইকেল ক্রয়ের জন্য সুদমুক্ত লোন, চিকিৎসা, ছুটি, বেতন-রেশনসহ সার্বিক বিষয়ে সবার সাথে মতবিনিময় করেন ও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন। 

 

পরবর্তীতে আইজিপি বাহারুল আলমকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম ও রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম সম্মাননা স্মারক দেন। এরপরেই আইজিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স ড্রিল শেড সংলগ্ন রাস্তার পাশে বৃক্ষরোপণ করেন। 

 

পরে আইজিপি বিকেল সাড়ে তিনটায় বরিশাল জেলা পুলিশ লাইন্স গ্রাটিটিউট হলে বিভাগে কর্মরত বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সব ইউনিট প্রধানরা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

 

এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম এবং রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য বরিশাল সফরকালে আইজিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশ, ১০ এপিবিএন, বরিশাল, বিভাগীয় পুলিশ হাসপাতাল, বরিশাল, জেলা পুলিশ, বরিশাল, আর আর এফ, বরিশাল এই সকল ইউনিট পরিদর্শন করেন।  এ সময় বাংলাদেশ পুলিশ বরিশাল বিভাগের সকল ইউনিটের ইউনিট প্রধান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal