Advertise top
বরিশাল

স্বাবলম্বি হতে ৫ জনকে বরিশাল জেলা প্রশাসনের অনুদান

বরিশাল নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১০:২১ পিএম    

স্বাবলম্বি হতে ৫ জনকে বরিশাল জেলা প্রশাসনের অনুদান
বরিশাল জেলা প্রশাসন ও ৮৪ ইভেন্ট এর উদ্যোগে অসহায়দের অনুদান প্রদান। ছবি: ডিসি মিডিয়া সেল

বরিশাল জেলা প্রশাসন ও ৮৪ ইভেন্ট এর উদ্যোগে পাঁচ জন অসহায় মানুষকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও ভ্রাম্যমান কফি মেকার দেওয়া হয়েছে।

 

জেলা প্রশাসনের নিয়মিত সাপ্তাহিক গণশুনানিতে সাধারণ মানুষের সমস্যার কথা শুনে তা দ্রুত সমাধানের চেষ্টা করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। আজ ২ জুলাই বুধবার দুপুরে গণশুনানি শেষে এসএসসি ৮৪ ইভেন্ট এর অনন্য উদ্যোগে এবং এসএনডিসি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সহযোগিতায়  ৫ জন অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন, ভ্রাম্যমান কফি মেকার ও অর্থ সহায়তা প্রদান করা হয়। এসময় অসহায় মানুষের হাতে এসকল উপকরণ তুলে দেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।

 

 

এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জেলা সমাজসেবার কার্যালয় বরিশাল ও ৮৪ ইভেন্ট এর আহবায়ক সাজ্জাদ পারভেজ। এদের মধ্যে অসহায় গৃহিনী নাসরিন আক্তার মনিকে আত্মনির্ভরশীল করতে একটি সেলাই মেশিন দেওয়া হয়। শান্তা আক্তার, ছাবিহা ও মোঃ ছাব্বিশকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমান কফি মেকার ও কফি তৈরির উপকরণ বিতরণ করা হয়। এসময় শফিকুল ইসলাম এর পরিবারকে ব্যবসার জন্য অর্থ সহায়তা দেওয়া হয়।

 

এছাড়াও জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি পা হারানো সাগরের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal