বরিশাল নিউজ
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১১:২৩ পিএম
আত্মগোপনে থাকা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের বরিশাল নগরীর পৈত্রিক বাড়িতে প্রবেশ করার গেট উচ্ছেদ করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।
বিসিসির উচ্ছেদ শাখার কর্মকর্তা স্বপন কুমার বলেন, এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পর তারা মাপঝোক করে দেখেছেন বিসিসির জমিতে গেট স্থাপন করা হয়েছে। এজন্য সেটি অপসারণ করা হয়েছে।
অপরদিকে নানকের বাড়ির তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ জানান, ৮ ফুট প্রশাস্ত সড়কটি নানকের পারিবারিক জমিতে করা হয়েছে তাদের ভবনে যাতায়াতের জন্য। এরপরের প্লট মালিকদের বিকল্প সড়ক আছে। ৫ আগষ্টের পরিবর্তনের সুযোগ নিয়ে ওইসব মালিকরা সিটি করপোরেশনকে ব্যবহার করে গেট ভেঙে দিয়েছে।
নগরের বটতলা এলাকায় আদম আলী হাজি সড়কে নানকের পৈত্রিক নিবাস। সেখানে তাদের পরিবারের যৌথ মালিকানায় বহুতল ভবন রয়েছে। ভবনে যেতে ৮ ফুট প্রশস্ত একটি সড়ক রয়েছে। নানকদের ভবনের পর অন্যের মালিকানাধীন আরও কয়েকটি ভবন ও প্লট আছে।
আব্দুল মালেক মুন্সী নামে এক প্রতিবেশী জানান, সড়কটি সকল মালিকের দেওয়া জমিতে করা হয়েছিলো। নানকের ভাই নাসির উদ্দিন লিটু আওয়ামী লীগ আমলে ক্ষমতার প্রভাব দেখিয়ে সড়কের মুখে গেট স্থাপন করে। তাদের ইচ্ছমতো গেট খোলা ও বন্ধ করায় অন্য পরিবারগুলো দুর্ভোগে ছিলেন। সম্প্রতি তারা বিসিসিতে অভিযোগ দেন। মঙ্গলবার উচ্ছেদ শাখার লোকজন এসে গেটটি অপসারণ করেছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন