Advertise top
রাজনীতি

সদস্য না বাড়লে বিএনপির আধিপত্য থাকবে না: ভাইস চেয়ারম্যান মিন্টু

বরিশাল নিউজ

প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৭:১৪ পিএম    

সদস্য না বাড়লে বিএনপির আধিপত্য থাকবে না: ভাইস চেয়ারম্যান মিন্টু
বরিশাল অশ্বিনী কুমার হলে বিভাগের ছয় জেলার সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি। ছবি: বরিশাল নিউজ

‘নতুন সদস্য বাড়ানো না হলে দেশের সবচেয়ে বড় দল বিএনপির আধিপত্য থাকবে না বলেছেন  বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু । বরিশালে সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন,  সদস্য সংগ্রহে যারা দায়িত্ব নিয়েছেন এবং পেয়েছেন, দুই মাস পড়ে দেখবো জেলায় জেলায় কতটা সদস্য বাড়ল।’

 

নগরীর অশ্বিনী কুমার হলে শনিবার বিভাগের ছয় জেলার কর্মসূচি উদ্বোধন করেন ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির কেন্দ্রীয় সদস্য সচিব এম রশিদুজ্জামান মিল্লাত।

 

মিন্টু  নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘গত ২০ বছরে নতুন ভোটাররা ভোট দিতে পারেননি। জীবনের প্রথম ভোটটি দেয়ার জন্য তারা মুখিয়ে আছেন। নতুন ভোটারদের দলের সদস্য করা না হলে তারা অন্য দলে ভিড়ে যাবেন। তবে লক্ষ্য রাখতে হবে এ সুযোগে আওয়ামী সন্ত্রাসী, দুর্নীতিবাজ, দাগি আসামিরা বিএনপিতে ঢুকে পড়তে না পারে।’

 

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যাতে আমাদের দল ক্ষমতায় যেতে পারে।’

 

কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চেয়ারপার্সনের উপদেস্টা মজিবর রহমান সরোয়ার, ড. জিয়াউদ্দিন হায়দার, যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় সদস্য আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ, তারিকুল আলম তেনজিং প্রমুখ। সভাপতিত্ব করেন বরিশাল মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal