Advertise top
বরিশাল

উজিরপুরে বাস-বাইক সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

বরিশাল নিউজ

প্রকাশ : ০৮ জুন ২০২৫, ১১:১৫ পিএম    

উজিরপুরে বাস-বাইক সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
প্রতীকী ছবি

বরিশালের উজিরপুর উপজেলায় বাস ও বাইকের সংঘর্ষে জুয়েল নামে বিএম কলেজের এক শিক্ষার্থী মারা গেছেন।

 

বরিশাল থেকে বাইকে করে গ্রামে ফিরছিলেন জুয়েল ও হৃদয়। শনিবার রাত ১১টার দিকে উপজেলার জয়শ্রী সাজু পেট্রোল পাম্প এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী মহাসড়ক থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, জুয়েল হাওলাদার বরিশাল সরকারি বিএম কলেজের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি গৌরনদী উপজেলার চন্দ্রহার গ্রামের শুক্কুর হাওলাদারের ছেলে।

 

তার সঙ্গে আহত হৃদয় দাস একই গ্রামের বাসিন্দা। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ওসি বলেন, নারায়ণগঞ্জ থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিল নিউ অন্তরা পরিবহনের একটি বাস। আর বরিশাল থেকে বাইকে করে গ্রামে ফিরছিলেন জুয়েল ও হৃদয়। সাজু পাম্পের কাছে বাসের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal