বরিশাল নিউজ, পিরোজপুর
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৯:০৮ পিএম
মঠবাড়িয়ায় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। ফাইল ছবি: ইনডিপেনডেন্ট
পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে মায়ের সামনে সন্তান মো. শাকিল আকনের মৃত্যু হয়েছে। উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে বুধবার বেলা ১১টার দিকে এ বজ্রপাত হয়।
নিহত শাকিল আকন (১৭) উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামের মো. ইউসুফ আকনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ মেঘলা দেখে বৃষ্টির আশঙ্কায় শাকিল আকন তার বসতবাড়ির উত্তর পাশের জমিতে বেঁধে রাখা গরু আনতে যায়। এসময় মা শারমিন আক্তার ওই জমিতেই মুগের ডাল তুলছিলেন। হঠাৎ বজ্রপাত হলে মায়ের সামনেই মাঠের মধ্যে মৃত্যু হয় শাকিলের। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে বজ্রপাতে মায়ের সামনে শাকিল আকন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিকভাবে মরদেহ দাফন করা হবে।’
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন