Advertise top
বরিশাল

বইপড়া কর্মসূচিতে বরিশালে ২,৪১১ শিক্ষার্থী পুরস্কৃত

বরিশাল নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৫, ০৯:৫০ পিএম       

 বইপড়া কর্মসূচিতে বরিশালে  ২,৪১১ শিক্ষার্থী পুরস্কৃত
ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত বইপড়া কর্মসূচিতে পুরস্কার বিতরণ। ছবি: বরিশাল নিউজ

বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত বইপড়া কর্মসূচিতে  বরিশাল নগরীর দুই হাজার ৪১১ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন। ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে   আজ শুক্রবার, ১৬ মে দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবে ৩৬টি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।

 

এই পুরস্কার বিতরণ উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মো. আসাদুজ্জামান, অবসরপ্রাপ্ত  সচিব ও সাবেক ট্রাস্টি, বিশ্বসাহিত্য কেন্দ্র, মোঃ সোহরাব হোসেন, (যুগ্ম সচিব  ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), বরিশাল, মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, আঞ্চলিক উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, মোঃ হারুনুর রশীদ, জেলা শিক্ষা অফিসার, বরিশাল, জনাব গাব্রিয়েল গাইন, প্রধান শিক্ষক, ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়, সানুয়ার হোসেন, সার্কেল হেড , বরিশাল ডিভিশন, গ্রামীণফোন লিমিটেড ও শামীম আল মামুন, পরিচালক, বিশ্বসাহিত্য কেন্দ্র।

 

জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী এই পুরস্কার বিতরণ উৎসব শুরু হয়।  শুভেচ্ছা বক্তব্য পর্বে অবসরপ্রাপ্ত সচিব ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সাবেক ট্রাস্ট্রি জনাব খন্দকার মো. আসাদুজ্জামান পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বই পড়লে মন ভালো থাকে, উৎফুল্ল থাকে, মানসিক প্রশান্তি পাওয়া যায়। যে বই আমাদের স্বপ্ন যোগায়, সেই বই আমাদের পড়া উচিত। তোমরা বই পড়াকে দায়িত্ব মনে না করে, আনন্দ মনে করবে। বিশ্বসাহিত্য কেন্দ্র বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে সারাদেশব্যাপী তোমাদের আনন্দ দেবার জন্যই এই বইপড়া  আন্দোলন চালিয়ে যাচ্ছে।

বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও যুগ্ম সচিব জনাব মোঃ সোহরাব হোসেন বলেন, তোমার একাডেমিক বইয়ের পাশাপাশি বিশ্বসাহিত্য কেন্দ্রসহ অন্যান্য ভাল  বইগুলো পড়বে। আগামীর বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরবার জন্য বইপড়া  খুবই দরকার বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। 

     

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বরিশাল অঞ্চলের আঞ্চলিক উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন বলেন, মানুষকে সকল সৃষ্টির চেয়ে আলাদা বা শ্রেষ্ঠ বলা হয়েছে তার জ্ঞানের জন্য কিন্তু বই না পড়লে জ্ঞান সমৃদ্ধ হয় না। তাই বই পড়ার মাধ্যমে আমরা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারি।

 

বরিশালের জেলা শিক্ষা কর্মকর্তা  মোঃ হারুনুর রশীদ পুরস্কারপ্রাপ্ত  সকল  শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং অভিনন্দন জানান।  তিনি এই অবদান পুরোপুরি শিক্ষার্থীদের দেন এবং তিনি বিশ্বসাহিত্য কেন্দ্রের এই বই পড়া কর্মসূচিকে চালিয়ে নেওয়ার জন্য আবদুল্লাহ আবু সায়ীদ স্যারকে ধন্যবাদ দেন এবং  অনুরোধ করেন বরিশালের ৭৫০ টি স্কুলের সকল বিদ্যালয়ে যেন এই কর্মসূচি চালু করা হয় । ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গাব্রিয়েল গাইন পুরস্কারপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, যারা আজ এখানে উপস্থিত সেই শিক্ষার্থীরা অন্য সব শিক্ষার্থী থেকে  আলাদা কারণ তারা  বই  পড়ছে এবং ব্ই পড়ার জন্য পুরস্কার পাচ্ছে। তিনি এজন্য বিশ্বসাহিত্য কেন্দ্রসহ আগত সকল অতিথিকে ধন্যবাদ জানান।

 

গ্রামীণফোনের বরিশালের সার্কেল হেড সানুয়ার হোসেন বলেন “ তরুণদের জ্ঞানের বিকাশ এবং মানসিক উৎকর্ষতার জন্য বই পড়ার বিকল্প নেই। তাই আলোকিত মানুষ গড়ার অংশ হিসেবে বিশ্ব সাহিত্য কেন্দ্র যে বই পড়া কর্মসূচি হাতে নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এমন একটি উদ্যোগের অংশ হতে পেরে আমরাও গর্বিত।"

 

বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন  স্বাগত বক্তব্যে বছরজুড়ে বইপড়া কর্মসূচি সফলভাবে পরিচালনায় সহায়তা করার জন্য শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সংগঠক ও পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানান। দিনব্যাপী বর্ণাঢ্য পুরস্কার বিতরণ উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য গ্রামীণফোনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আগামী বছরগুলোতে ছাত্রছাত্রীদের এ কর্মসূচিতে অংশগ্রহণের আহবান জানান তিনি ।

 

দিনব্যাপী এই পুরস্কার বিতরণ উৎসবে বরিশাল মহানগরীর ৩৬টি স্কুলের পুরস্কার বিজয়ী ২ হাজার ৪১১ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে ৩৬টি স্কুলের ২ হাজার ৪১১ জন সরাসরি মঞ্চ থেকে পুরস্কার গ্রহণ করবে এবং ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পক্ষে স্কুলের শিক্ষক/সংগঠক পুরস্কার গ্রহণ করবেন। মোট ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২১২ ছাত্রী ও ৭৬১ জন ছাত্রসহ মোট ২ হাজার ৯৭৩ জন শিক্ষার্থী পুরস্কার গ্রহণ করবেন। তাদের মধ্যে স্বাগত পুরস্কার পেয়েছেন ১২৪৭ জন, শুভেচ্ছা পুরস্কার পেয়েছেন ১১৬৬ জন,  অভিনন্দন পুরস্কার পেয়েছেন ৪৮৪ জন এবং সেরাপাঠক  পুরস্কার পেয়েছেন  ৭৬ জন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal