বরিশাল নিউজ
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০৯:০৬ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক ড. মো. তৌফিক আলমকে। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ.এস.এম কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার রাতে এই প্রজ্ঞাপন জারী করা হয়।
অধ্যাপক ড. মো. তৌফিক আলম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক পদে কর্মরত ছিলেন। তাকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালনের জন্য নিয়োগ প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালনকালে অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন, এছাড়া বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিলও করতে পারবেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারকে অব্যাহতি
ভিসি অধ্যাপক ড. শুচিতা শরমিন, প্রো-ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানি, ট্রেজারার অধ্যাপক ড. মামুন অর রশিদ।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদ থেকে অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম রব্বানি ও ট্রেজারার অধ্যাপক ড. মামুন অর রশিদকেও অব্যাহতি দেওয়া হয়।
তিন প্রজ্ঞাপনে অব্যাহতি পাওয়া ভাইস চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শুচিতা শরমিন, প্রো ভাইস চ্যান্সেলর (উপ উপাচার্য) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ বিভাগের অধ্যাপক ড. গোলাম রব্বানি এবং ট্রেজারার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞান এবং ভেটেরিনারি অনুষদের মৌলিক বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন অর রশিদকে মূলপদে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ভিসি শুচিতা শারমিনের অপসারণের দাবিতে ২২ এপ্রিল থেকে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন। ভিসির বাসভবনসহ প্রশাসনিক ভবনে তালা, একাডেমিক কার্যক্রম বন্ধ ও সোমবার রাতে ১২ শিক্ষার্থী আমরণ অনশন এবং মঙ্গলবার বিকেলে ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে দক্ষিণাঞ্চল ব্লকেড কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। শিক্ষক-কর্মকর্তাদের বড় অংশ এ আন্দোলনে সংহতি জানান।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন