বরিশাল নিউজ
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৯:১১ পিএম
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর এলাকা থেকে নিখোঁজ গৃহবধু জেসমিন আক্তারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাবুগঞ্জ থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
নিহত জেসমিন আক্তারের পরিবারের দাবি,এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত জেসমিন আক্তার বরিশাল নগরীর কাশিপুর এলাকায় তার মায়ের সঙ্গে থাকতেন। চার বছর আগে তার বিয়ে হয়। তার দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। জেসমিন স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত ২১ এপ্রিল সকালে অফিসে যাওয়ার পর তিনি আর বাসায় ফেরেননি। এই ক’দিন ধরে খোঁজাখুঁজির পর ২৫ এপ্রিল তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন