বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৯:১২ পিএম
ভোলা সদর উপজেলায় জমি বন্ধকের পাওনা টাকার জন্য মো: শাজাহান (৬৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার,২২ এপ্রিল পূর্ব ইলিশা ইউনিয়নের সৱুইসগেট এলাকায় সকালে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান উপজেলার পূর্ব ইলিশা ইউনয়নে ৬নং ওয়ার্ডের চর আনন্দ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
ঘটনাস্থলস্থল থেকে জানা গেছে, শাজাহান মিয়া একই এলাকার সিরাজ মাঝির কাছে নাল জমি বন্ধক রেখে ৪ লাখ টাকা নিয়েছেন। জমি জুলাই-আগস্টের পর বে-দখল হয়ে যান শাজাহান মিয়া। পরবর্তীতে বন্ধকী জমির টাকা দাবি করেন সিরাজ মাঝি। এক লাখ টাকা পরিশোধও করেছে শাজাহান মিয়া এবং আস্তে আস্তে বাকি টাকা দিবে বললে সিরাজ মাঝি বিষয়টি মেনে যান। কিনন্তু স্থানীয় একটি কু-চক্রীমহল সিরাজ মাঝিকে দিয়ে শাজাহান মিয়ার মালিকানাধীন দোকানে তালা মারেন। ভাড়াটিয়াদের থেকে খবর পেয়ে শাহাজান মিয়া তালা খুলতে গেলে সিরাজ মাঝি ও তার ছেলে রুবেল ও সামিমের সাথে তর্ক-বিতর্কের এক পর্যায়ে মারধার করলে শাজাহান মিয়া সেখানেই অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাজাহান মিয়াকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী মিলন বেগম বলেন, সিরাজ ঘুষি দিয়ে আমার স্বামীকে হত্যা করেছে তারা। আমি এর বিচার চাই। শাজাহান মিয়ার ছোট ভাই বাবুল চৌকিদার জানান, আমার ভাইকে সিরাজ এক ঘুষি মারছে শুনেছি, এর পরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার বলেন, নিহত শাজাহান ও সিরাজের সঙ্গে টাকা পাওনা-দেনা নিয়ে ঝামেলা ছিল। এ বিষয় নিয়ে দুই জনের মধ্যে তর্ক-বিতর্ক ও মারধরের ঘটনা ঘটে। তিনি আরো বলেন, নিহতের পরিবার দাবি করছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন