Advertise top
বরিশাল

বরিশাল সিটি কাউন্সিলরদের পদ ফিরে পেতে প্রজ্ঞাপন চ্যালেঞ্জ

বরিশাল নিউজ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১০:০২ পিএম    

বরিশাল সিটি কাউন্সিলরদের পদ ফিরে পেতে প্রজ্ঞাপন চ্যালেঞ্জ
বরিশাল নগর ভবন। ফাইল ফটো।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী কাউন্সিলরদের পদ শূন্য ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা হয়েছে।  প্রজ্ঞাপনটি আইনবর্হিভূত উল্লেখ করে এবং জারি করা প্রজ্ঞাপন বাতিল চেয়ে আদালতে মামলা করেছেন ১৭ জন কাউন্সিলর।

 

বরিশাল ১ম যুগ্ম জেলা জজ আদালতে বৃহস্পতিবার,১৮ এপ্রিল মামলাটি দায়ের করা হয়।

 

মামলায় বিবাদী করা হয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন ১ শাখার উপসচিব, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক, বরিশালের বিভাগীয় কমিশনার, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বরিশাল সিটি করপোরেশনের সচিব, বরিশাল জেলা প্রশাসক ও রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব।

 

মামলায় উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করে ১৭টি ওয়ার্ডের কাউন্সিলরদের কার্যক্রম বন্ধ ও তাদের পদ শূন্য ঘোষণা করা হয়। কোনো পূর্ব নোটিশ বা কারণ দর্শানো ব্যতিরেকে কাউন্সিলরদের পদ শূন্য ঘোষণা করা সম্পূর্ণরূপে অবৈধ ও সংবিধানবিরোধী। তারা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি এবং স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ।

 

আদালতের মাধ্যমে জারি করা প্রজ্ঞাপন বাতিল এবং কাউন্সিলরদের পুনর্বহালের আবেদন করা হয়।

 

আদালত মামলা আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য রেখে দিয়েছেন জানিয়ে বাদীপক্ষের আইনজীবী মাহাবুবুল হক বলেন, প্রজ্ঞাপন জারি করে জনপ্রতিনিধির পদ শূন্য ঘোষণা করা নজিরবিহীন ঘটনা। এর মাধ্যমে সংবিধান ও স্থানীয় সরকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে। আদালতের রায়ের মাধ্যমে কাউন্সিলরবৃন্দ স্বপদে বহাল হবেন বলে আশা করছি।

 

তিনি বলেন, আদালত ৭ মে মামলাটির আদেশের জন্য তারিখ ধার্য করেছেন।

 

মামলার বাদী ১৭ জন ওয়ার্ড কাউন্সিলর হলেন—১নং ওয়ার্ড কাউন্সিলর আউয়াল মোল্লা, ২নং ওয়ার্ড কাউন্সিলর মুন্না হাওলাদার, ৬নং ওয়ার্ড কাউন্সিলর খান মো. জামাল হোসেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনি, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর সামজিদুল কবির, ২১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শাকিল আহমেদ পলাশ, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান পারভেজ খান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হুমায়ূন কবির লিংকু, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ূন কবির, ১২নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন রয়েল, ১০নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদিন, সংরক্ষিত ৯নং ওয়ার্ড কাউন্সিলর ডালিয়া পরভীন, সংরক্ষিত ৭নং ওয়ার্ড কাউন্সিলর সালমা আক্তার শিলা, সংরক্ষিত ৪নং ওয়ার্ড কাউন্সিলর আয়শা তৌহিদ লুনা। তারা সবাই আওয়ামীপন্থি কাউন্সিলর বলে পরিচিত।

 

উল্লেখ্য, ২০২৩ সালের ১২ জুন নির্বাচনটি  অনুষ্ঠিত হয়। বাদীপক্ষের মেয়াদ ছিল ২০২৮ সালের ১৩ নভেম্বর পর্যন্ত।

 

কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বিবাদীরা তাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকে। ২০২৪ সালের ২৬ আগস্ট বাদী পক্ষকে অপসারণের জন্য প্রজ্ঞাপনটি জারি করা হয়।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal