বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০৯:১৮ পিএম
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা ১০ হাজার টন সেদ্ধ চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এই চাল আমদানির কার্যক্রম সম্পন্ন হয়েছে প্যাকেজ-৮ এর আওতায়, যা ২০২৫ সালের ২ মার্চ তারিখ সম্পাদিত হয়েছিল।
আজ মঙ্গলবার ,১৫ এপ্রিল খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট ৫ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৯টি প্যাকেজের আওতায় ইতিমধ্যে ৪ লাখ ৫০ হাজার টনের চুক্তি সম্পাদিত হয়েছে এবং চুক্তি অনুযায়ী এখন পর্যন্ত দেশে পৌঁছেছে ৩ লাখ ৫৩ হাজার ৭১৯ টন চাল।
চট্টগ্রাম বন্দরে পৌঁছানো জাহাজে থাকা চালের নমুনা পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে এবং দ্রুত চাল খালাসের কার্যক্রম শুরু করা হবে বলে নিশ্চিত করেছে খাদ্য মন্ত্রণালয়। এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন