বরিশাল নিউজ
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পিএম
বরিশাল চারুকলার সভাপতি অধাপক দীপঙ্কর চক্রবর্তী বলেছেন, “সরকারের চাপের কারনে এবার আমরা আয়োজন শুধু সীমিতই করিনি, অনেক আয়োজন বাদ দিতে হয়েছে।” এরপরেও যারা তাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
বরিশালে বাংলা বর্ষবরণের সবচেয়ে বড় আয়োজন হতো নগরে কালীবাড়ি সড়কের বিএম স্কুল মাঠে। প্রতিবছর পহেলা বৈশাখের সকালে প্রভাতি অনুষ্ঠান শেষে হতো বর্ণাঢ্য ‘ মঙ্গল শোভাযাত্রা।’
মাঠে তিন দিনব্যাপী হতো বৈশাখী মেলা ও লোকজ সংস্কৃতি উৎসব। তিনদিন ধরেই সেখানে সেখানে লেগে থাকতো উৎসব। চার দশকের সেই উৎসব এবারের বর্ষবরণে ম্লান হয়ে গেছে।
এ বছর মঙ্গল বাদ দিয়ে ‘আনন্দ’ শোভাযাত্রা নামকরণ হলেও সবাই ছিলেন হামলার আতঙ্কে। কারন চট্টগ্রামে হামলার খবর ছিল সবার জানা। এসএসসি পরীক্ষার কারনে বৈশাখী মেলার আয়োজন হয়নি এবার। যদিও একটি স্টল দিয়ে মেলার প্রতীকী আয়োজন দেখানো হয়েছে।
এতেও প্রশাসন নিরাপত্তার অজুহাত দেখিয়েছে। প্রশাসন থেকে বলা হয়েছিল অনুমতি নেওয়ার জন্য। সংগঠনের সভাপতি বলেছেন, যেহেতু ৪৩ বছর ধরে উদীচী লিখিত অনুমতি নেয়নি, তাই এবারও নেবে না।
৪৩ বছর ধরে মেলা ও লোকজ সংস্কৃতি উৎসবের আয়োজন করে আসছে উদীচী বরিশাল শাখা। চারুকলার উদ্যোগে হতো মঙ্গল শোভাযাত্রা। তাদের এ আয়োজন শুরু হয় ৩৩ বছর আগে।
প্রতিবছর ৩০ চৈত্র বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নগরের প্রাণকেন্দ্র অশ্বিনী কুমার হল চত্বরে লোকজ সংগীত পরিবেশন করত গণশিল্পী সংস্থা। সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক সাঈদ পান্থ জানান, তারা ২৫ বছর ধরে এ অনুষ্ঠান করছেন। এবার তাদের আয়োজন নেই। কেন করেননি– এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
৪০ বছর ধরে পহেলা বৈশাখ সকালে অশ্বিনী কুমার হল চত্বরে প্রভাতী অনুষ্ঠান করে আসছে শিশু সংগঠন খেলাঘর। এ বছর এ অনুষ্ঠান হবে না। এ বিষয়ে খেলাঘরের সংগঠক শুভংকর চক্রবর্তী বলেন, অশ্বিনী কুমার হলে জেলা প্রশাসনের অনুষ্ঠান থাকায় তারা স্থান বরাদ্দ পাননি। তবে ২ মে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ষবরণ অনুষ্ঠান একসঙ্গে হবে।
নগরীর আমানতগঞ্জে তিন দিনব্যাপী আরেকটি বৈশাখী মেলার আয়োজন করত চাঁদের হাট। সংগঠনের জেলা সদস্য আরিফুর রহমান বাবু বলেন, মেট্রোপলিটন পুলিশের অনুমতি না পাওয়ায় এ বছর মেলা হবে না।
নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে কাউকে মেলার অনুমতি দেওয়া হচ্ছে না জানিয়ে এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনার সফিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের বৈশাখী শোভাযাত্রায় সবাইকে অংশগ্রহণ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন