Advertise top
বাংলাদেশ

আন্তরিকতার বার্তা দিতে শেখ হাসিনাকে গৃহঅভ্যর্থনা!

বরিশাল বিদেশ ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৯ পিএম     আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৯ পিএম

আন্তরিকতার বার্তা দিতে শেখ হাসিনাকে গৃহঅভ্যর্থনা!

 

নয়া দিল্লিতে ৯ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-২০ শীর্ষ সম্মেলন। সম্মেলনে যোগ দিতে আজ শুক্রবার,৮ সেপ্টেম্বর নয়া দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সেখানে শেখ হাসিনাকে সরকারি বাসভবনে আপ্যায়ন করাবেন প্রধানমন্ত্রী মোদি।

 

 

এই আপ্যায়নকে আন্তরিকতার বার্তা দিতে শেখ হাসিনাকে গৃহঅভ্যর্থনা বলেছে ভারতীয় সংবাদপত্র আনন্দবাজার।

 

 

রাষ্ট্রীয় কোনো অতিথি ভারত সফরে গেলে সাধারণত দেশটির রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দ্রাবাদ হাউস অথবা সাউথ ব্লকে আপ্যায়ন করা হয়ে থাকে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপ্যায়ন করানো হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ৭ লোককল্যাণ মার্গে বা পঞ্চবটীতে।

 

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে বসবেন বলে আগেই জানিয়েছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

 

শনিবার সকাল থেকে শুরু হবে জি২০ দেশগুলোর শীর্ষ সম্মেলন। জি২০-এর সদস্য না হলেও এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি।

 

আনন্দবাজারের প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ কোরিয়া, আর্জেন্টিনা ও সৌদি আরবের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৈশভোজে এবং সম্মেলন কক্ষে বাইডেনের সঙ্গে হাসিনার ‘দেখা হয়ে যাবে’ বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal