Advertise top
রাজনীতি

স্রোতের বিপরীতে চলতে চাই: নতুন দল ‘জনতার দল’

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৭:০০ পিএম    

স্রোতের বিপরীতে চলতে চাই: নতুন দল ‘জনতার দল’
জনতার দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

স্রোতের বিপরীতে চলার অঙ্গীকার নিয়ে দেশে আরেকটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।  এর নেতৃত্বে আছেন সাবেক সামরিক ও সাবেক সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা।  তাদের স্লোগান ‘ইনসাফ জিন্দাবাদ’।

 

ঢাকার খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বৃহস্পতিবার,২০ মার্চ  নতুন দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়। দলটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল।

 

কুরআন তিলাওয়াতের মাধ্যমে বিকাল সাড়ে তিনটায় আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহতদের পরিচয় এবং সম্মাননা জানানো হয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিরা বক্তব্য রাখেন। আত্মপ্রকাশ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখা হয়।

 

দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল বলেন, আমাদের রাজনৈতিক দর্শন ফিলিস্তিন। ফিলিস্তিনে নেতা তৈরি হতে দুই ঘণ্টাও সময় লাগে না। আমরা ঐতিহাসিকভাবে মীমাংসিত বিষয় নিয়ে অহেতুক তর্কে জড়াতে চাই না।

 

তিনি আরও বলেন, আমরা শুধুমাত্র সৎ সাহসী শিক্ষিত দেশপ্রেমিক নিষ্ঠাবান মানুষ নিয়ে এগুতে চাই। এতে যদি আমাদের ১০ জন লোক থাকে সেই ১০ জন নিয়েই এগোতে চাই। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিগত দিনের ইতিহাস দেখেছি তাদের সময় শেষ হওয়ার আগে পালিয়ে যেতে বাধ্য হয়। আমাদের দলীয় অ্যাকাউন্ট পাবলিক করে দেবো। সবাই দেখতে পারবে। আমরা সব রাজনৈতিক দল যেদিকে চলে স্রোতের বিপরীতে গিয়ে চলতে চাই।

 

সূত্র: ইত্তেফাক


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal