বরিশাল নিউজ
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০৯:৩০ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে বাস মালিক সমিতির বসানো চেকপোস্টে থ্রি-হুইলার চালকদের বাধা দেওয়ার জেরে বরিশাল অঞ্চলের ১৬ রুটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডেকেছে বাস-মিনিবাস মালিক সমিতি।
শনিবার, ৮ মার্চ দুপুরে ঘোষণা দিয়ে কর্মসূচি শুরু করে বাস ও শ্রমিক সংগঠনগুলো। তারা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতিকে গ্রেপ্তার এবং মহাসড়কে চেকপোস্ট বসানোর দাবি জানিয়েছেন।
সিএনজি চালকদের অভিযোগ, সড়কে বাস মালিক সমিতির চেকপোস্ট বাসানোর কোনো নিয়ম নেই। চেকপোস্ট বসাতে পারে প্রশাসন।
এই ধর্মঘট সম্পর্কে রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী বলেন, “খয়রাবাদ সেতুর ঢালে বাস মালিক সমিতি চেকপোস্ট পরিচালনা করে। আজ সকালে সিএনজি-থ্রি-হুইলার ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান খোকার নেতৃত্বে চেকপোস্টে হামলা চালানো হয়। তারা বাসে উঠে শ্রমিক এবং যাত্রীদের মারধর করে।” তিনি আরো বলেন, এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে দক্ষিণাঞ্চলে বাসের চাকা ঘুরবে না। সেইসঙ্গে সন্ধ্যার মধ্যে সন্ত্রাসী মেহেদী হাসান খোকাকে গ্রেপ্তার করার দাবি জানানো হয়।
সিএনজিচালক ইব্রাহিম খলিল বলেন, আজকে সিএনজির যাত্রী নামিয়ে বাসে নিয়ে যেতে চাইছিল। সেটা বাধা দেওয়া হয়েছে দেখে আমাদের ওপর হামলা করা হয়। আরেক সিএনজিচালক আনিসুর রহমান বলেন, বাস মালিক ও শ্রমিকদের কারণে আমরা সড়কে যাত্রী পরিবহন করতে পারি না। বরিশাল থেকে কোনো যাত্রী নিয়ে রওয়ানা হলে গাড়ি থামিয়ে সিএনজি-মাহিন্দ্রা থেকে যাত্রী নামিয়ে রেখে দেয় বাস শ্রমিকরা। খয়রাবাদ ব্রিজের ঢালে এবং ঝালকাঠি রুটে ষাটপাকিয়া এলাকায় এভাবে চেকপোস্ট বসায়। এছাড়াও জেলা-উপজেলায়ও তারা চেকপোস্ট বসায়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন