Advertise top
বরিশাল

ব‌রিশালে গ্রিন লাইন পরিবহনের চলন্ত বাসে আগুন, যাত্রীরা নিরাপদ

বরিশাল নিউজ

প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০৩:৩৮ পিএম    

ব‌রিশালে গ্রিন লাইন পরিবহনের চলন্ত বাসে আগুন
গ্রিন লাইন পরিবহনের বাসে আগুন। ছবি: ভিডিও থেকে নেওয়া

বরিশাল- ঢাকা রুটের গ্রিন লাইন পরিবহনের একটি চলন্ত বাসে আগুন ধরে যায়। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে, তবে  ১৯ যাত্রীর সবাই নিরাপদে আছেন।

 

বরিশালের উজিরপুরের বামরাইল বাজার সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার, ৬ মার্চ সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

 

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, বাসটি ঢাকা থেকে বরিশাল আসছিল।  যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি টের পেয়ে চালক গাড়ি সড়কের পাশে থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়ায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলেন তিনি। 

 

 

আগুনে বাসটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি আরো বলেন,  খবর পেয়ে গৌরনদী ও উজিরপুর থেকে ফায়ার সার্ভিসের গাড়ী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল দেড় ঘণ্টা বন্ধ ছিল,  আগুন নেভানোর পরপরই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

 

এদিকে উজিরপুর ফায়ার স্টেশনের লিডার কলিম জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন, তবে তার আগেই গোটা বাসে আগুন ছড়িয়ে পড়ে। আর এতে বাসটির বেশিরভাগ অংশই আগুনে পুড়ে গেছে।

 

বাসের যাত্রীরা বলেন, বাটাজোরের পর থেকেই গাড়িতে পোড়া গন্ধ এলে যাত্রীরা সতর্ক করে। বাসের ড্রাইভার ও সুপারভাইজার এ সময় পোড়া গন্ধ বন্ধের জন্য বাসের মধ্যে স্প্রে করে দেয়। পরে পোড়া গন্ধ আরও তীব্র হলে বাসটিকে দক্ষিণ বামরাইলে থামানো হয়। এরপর যাত্রীরা দ্রুত নেমে যায়। এ সময় মিনিট খানেকের মধ্যে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। তবে অধিকাংশ যাত্রীর লাগেজ পুড়ে যায়।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, বাসে সর্বশেষ ১৯ জন যাত্রী ছিল। তাদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন। তবে সবার লাগেজ পুড়ে গেছে। বাসটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পাঠানো হয়েছে।

 

এর আগে ২০২৩ সালে ঢাকা থেকে বরিশালে আসার পথে গৌরনদীর কটকস্থল নামক এলাকায় গ্রিন লাইন পরিবহনের একটি চলন্ত এসি বাসে আগুন লেগেছিল।  তখনও বাস থেকে সবাই নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal