Advertise top
বরিশাল

আধিপাত্য বিস্তার; বরিশালে যুবদল কর্মীকে কুপিয়ে খুন

বরিশাল নিউজ

প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০৯:৫৯ পিএম    

আধিপাত্য বিস্তার; বরিশালে যুবদল কর্মীকে কুপিয়ে খুন

বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুরুজ গাজী (৩০) নামের এক যুবদল কর্মী খুন হয়েছেন। এছাড়া আহত হয়েছেন নয়ন গাজি নামক আরেকজন। রবিবার  রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসির নাজমুল নিশাত বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

 

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, হাউজিং এলাকার বাসিন্দা শাহীন ওরফে সোনা শাহীনের সঙ্গে যুবদল কর্মী সুরুজের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। রবিবার  রাতে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর কিছুক্ষণ পর শাহীনের নেতৃত্বে তার ছেলে ইমনসহ সহযোগীরা দেশিয় অস্ত্র নিয়ে সুরুজকে কুপিয়ে জখম করে। এ সময় সুরুজকে রক্ষায় নয়ন এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়।

 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গে‌লে চিকিৎসক সুরুজকে মৃত বলে ঘোষণা করেন। আহত নয়নকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সুরুজ ওয়ার্ড যুবদলের কর্মী এবং হাউজিং এলাকার কাঞ্চন গাজীর ছেলে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত নয়ন গাজী কাউনিয়া হাউজিং এলাকার তসলিম গাজীর ছেলে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal