বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০৪:২৯ পিএম
পবিত্র মাহে রমজানের সময় বাজার দর কিছুটা নিন্মমূখী হওয়ায় স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা। খুচরা বিক্রেতাদেরও কথা শুনতে হচ্ছেনা ক্রেতাদের। তবে সয়াবিনসহ বিভিন্ন ভোজ্য তেলের দাম উর্ধ্বমূখী হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ক্রেতা।
স্থিতিশীল রয়েছে মুরগি ও মাংসের বাজার। দাম বৃদ্ধি পায়নি মুরগী, গরু ও ছাগলের মাংসের দাম। প্রতি কেজি গরুর মাংস ৭৫০, খাসির মাংস ১০০০, দেশী মুরগি ৬শ’, লেয়ার ৩শ’ ৫০, সোনালি ৩শ’, ব্রয়লার ১শ’ ৯০ এবং দেশী হাঁস ৬শ’ টাকা দরে বিক্রি হচ্ছে।
অপরদিকে কমেছে সব ধরনের কাঁচা ভোগ্য পণ্যের দাম। প্রতি কেজি আলু-১৮, পেঁয়াজ-৩৫, রসুন-১শ’ ২০, আদা-৯০, ছোলা-১শ’, ডিম হালি প্রতি-৪১, শসা কেজি প্রতি-৩০, বেগুন কেজি প্রতি-৩০, কুমড়া কেজিপ্রতি-১০, টমেটো কেজি প্রতি-১২, গাজর কেজিপ্রতি-৩০, পেঁপে কেজিপ্রতি-৩০, ফুলকপি কেজিপ্রতি-২০, কাঁচা মরিচ কেজিপ্রতি-৩২, শিম কেজিপ্রতি-৪০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
তবে বাজারে ভোজ্য তেলের দাম অনেক চড়া। বর্তমানে বোতলজাত তেলের দাম ১৫/২০ টাকা বেড়েছে। কেনোলা ওয়েল নাম দিয়ে এগুলো বেশী দামে বিক্রি করা হচ্ছে।
ভোলা কিচেন মার্কেটের মুরগী ব্যবসায়ী বজলু মিয়া আপাততঃ দাম বাড়ার সম্ভাবনা নাই। তবে ভবিষ্যতে কি হয় জানিনা।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন