Advertise top
বরিশাল

পটুয়াখালীতে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১ পিএম    

পটুয়াখালীতে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় গাছ থেকে কলা কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ভাতিজা রাজা মিয়ার (৪৫) লাঠির আঘাতে চাচা বেলায়েত হাওলাদার (৬৫) মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পথে সোমবার সন্ধ্যা সাতটার দিকে বেলায়েত হাওলাদারের মৃত্যু হয়।  

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বেলায়েত হাওলাদারের সঙ্গে রাজা মিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। সকাল ১০টার দিকে রাজা বিরোধপূর্ণ জমির একটি কলা গাছ থেকে কলা কেটে নিয়ে যায়। এ সময় বেলায়েত রাজা মিয়ার বাড়ি থেকে ওই কলা ফেরত আনতে গেলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে রাজা মিয়া বেলায়েতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে আঘাত করে। এতে বেলায়েত গুরুতর জখম হয়।

 

স্থানীয়রা বেলায়েত হাওলাদারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal