বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১০ পিএম

খুলনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ছাত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি। আজ বুধবার রাত নয়টার দিকে নগরের ময়লাপোতা এলাকায় এই ভাঙচুর চালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা আজ বুধবার রাত নয়টার দিকে ঘোষণা দিয়ে ওই ভাঙচুর চালান। পরে তারা সিটি করপোরেশনের দুটি বুলডোজার নিয়ে ড়িটি গুঁবাড়িয়ে দেওয়া শুরু করেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা শেখ হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
খুলনা নগরের ময়লাপোতা এলাকায় অবস্থিত ওই বাড়িটি খুলনায় ‘শেখ বাড়ি’ নামে পরিচিত। এই বাড়িতে শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সোহেল উদ্দিনসহ আরও কয়েক ভাই থাকতেন।
গত ৪ আগস্ট প্রথম দফায় বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছিলেন ছাত্র-জনতা। সেদিন বাড়িতে কেউ ছিলেন না। ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর আবারও ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এরপর বাড়িটিতে শুধু ইট–পাথরের কাঠামোই অবশিষ্ট ছিল।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন