Advertise top
বরিশাল

চোর সন্দেহে খুন, ৪০০ জনের বিরুদ্ধে মামলা

বরিশাল নিউজ

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৩ এএম    

চোর সন্দেহে খুন, ৪০০ জনের বিরুদ্ধে মামলা
গৌরনদী থানা।

বরিশালের গৌরনদীতে গরুচোর সন্দেহে শেখ সোহেল নামে এক যুবককে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।

 

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া জানান, শুক্রবার, ৩১ জানুয়ারি রাতে নিহতের স্ত্রী জহুরা খাতুন এই ঘটনায় ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

 

তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা সোহেল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলদিয়া গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাতে মৃত সোহেলের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপরে নিহতের স্ত্রী ৩০০ থেকে ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান শুরু করেছি।

 

জানা গেছে, ২৫ জানুয়ারি রাতে পশ্চিম খাঞ্জাপুর গ্রামের জসিম চৌকিদারের তিনটি গরু চুরি হয়। বিষয়টি টের পেয়ে ওইদিন রাত সাড়ে ৩টার দিকে গ্রামবাসী খুঁজতে নামলে ইউনুস আকনের পান বরজের পাশ থেকে সোহেলকে (৩২) পান। এরপর তাকে চোর সন্দেহে স্থানীয় লোকজন মারধর করেন। আহত সোহেলকে ২৬ জানুয়ারি ভোরে প্রথমে গৌরনদী ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ জানুয়ারি দিবাগত রাতে তিনি মৃত্যুবরণ করেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal