Advertise top
বরিশাল

বরিশালে কাটা হাত-পা উদ্ধার

বরিশাল নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১১:৩৭ পিএম    

বরিশালে কাটা হাত-পা উদ্ধার
কাশিপুরে দিঘির পাড় থেকে এক ব্যক্তির কাটা হাত -পায়ের অংশ উদ্ধার করেছে পুলিশ। ছবি: বরিশাল নিউজ

বরিশাল নগরীর কাশিপুরের দিঘির পাড় থেকে এক ব্যক্তির হাত ও পায়ের বিচ্ছিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। কাশিপুর উত্তর ইছাকাঠি হাতেম মীরের দিঘির পাড় থেকে রবিবার, ২৬ জানুয়ারি সকাল ১০টার দিকে মানুষের শরীরের এই অংশ উদ্ধার করা হয়।

 

মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার বলেন, সকালে স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ গিয়ে হাত ও পায়ের বিচ্ছিন্ন অংশ উদ্ধার করে। এই সূত্র ধরে আমরা বিভিন্ন স্থানে মরদেহের সন্ধান করছি। নিশ্চিতভাবেই ধারণা করা যায়, হত্যার পর শরীরের অংশ বিচ্ছিন্ন করে বিভিন্ন স্থানে ফেলা হয়েছে।

 

তিনি জানান, আমাদের থানায় কয়েক দিনে কোনো নিখোঁজের ডায়েরিও হয়নি। যে কারণে মনে হচ্ছে, অন্য এলাকায় হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে। একরাত আগে ঘটনাটি ঘটতে পারে।

 

ওসি বলেন, ঘটনা উদঘাটনে আমরা চেষ্টা করছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে রহস্য বেড় করা যাবে।

 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল ১০টার দিকে দীঘির পাড় দিয়ে যাচ্ছিলেন ১০ বছরের শিশু নিরব সিকদার। সে বিচ্ছিন্ন হাত ও পায়ের অংশ দেখে ভয় পেয়ে চিৎকার-চেচামেচি করে আশপাশের লোক জড়ো করে। উপস্থিত লোকজন তখন থানায় খবর দেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal