বরিশাল নিউজ
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৯:২০ পিএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন,আগে বিভিন্ন উপজেলায় যে সকল পিআইও কর্মরত ছিলেন তাদের পরিবর্তন করা হয়েছে। ওই সকল স্থানে যারা যোগদান করেছেন তাদের কাছে গত তিন বছরে কি কাজ হয়েছে তার ফিরিস্তি চাওয়া হয়েছে। তার একটি ডেটাবেজ হচ্ছে মন্ত্রণালয়ে। এবার যে বরাদ্দ হয়েছে তা দিয়ে যথাযথভাবে যাতে কাজ করতে পারে এজন্য দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, যে সকল উন্নয়ন কাজ অধিকতর জনসম্পৃক্ত জনগণের কল্যাণে সেই কাজগুলো অগ্রাধিকার হিসেবে গ্রহণ করতে হবে। সেই ক্ষেত্রে আরও বরাদ্দের প্রয়োজন হলে জবাবদিহিতার আলোকে তার মূল্যায়ন করা হবে।
বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে শনিবার,২৫ জানুয়ারি বিভাগীয় প্রশাসনের আয়োজনে দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কাজের সাথে সম্পৃক্ত বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ বিভাগের সকল জেলার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন