Advertise top
বরিশাল

ইটভাটার আগুনে প্রাণ গেল সেই পুলিশ কর্মকর্তার

বরিশাল নিউজ

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৪:৫৪ পিএম    

ইটভাটার আগুনে প্রাণ গেল সেই পুলিশ কর্মকর্তার
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার সাব-ইন্সপেক্টর মেহেদী হাসান। ছবি: বরিশাল নিউজ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাব-ইন্সপেক্টর মেহেদী হাসান মারা গেছেন। ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। মৃত মেহেদী হাসান বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় কর্তব্যরত ছিলেন।

 

 বিমানবন্দর থানাধীন রহমতপুর এলাকায় গত ৬ জানুয়ারি ওয়ারেন্ট ভুক্ত আসামি ধরতে গিয়ে অসাবধানতা বসত ইট ভাটায় পড়ে যান এসআই মেহেদী হাসান। তখন শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায় তার।

 

তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়। সেখানে ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার দুপুরে মারা যান তিনি।

 

মেহেদী হাসান পুলিশের ৩৮তম ব্যাচের সদস্য ছিলেন। চার বছর আগে পুলিশে যোগদান করেন তিনি। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির শিকদার বলেন, মেহেদী হাসানকে শুক্রবার তার গ্রামের বাড়ি বরগুনায় দাফন করা হবে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal