Advertise top
বরিশাল

ইজিবাইকের চালকদের মানববন্ধন, ৪ দফা দাবি

বরিশাল নিউজ

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৫:০৯ পিএম    

ইজিবাইকের চালকদের মানববন্ধন, ৪ দফা দাবি
চার দফা দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন করছেন ইজিবাইকের চালকেরা। ছবি: বরিশাল নিউজ

বরিশাল নগরে চলাচলকারী ব্যাটারিচালিত তিন চাকার ইজিবাইকের (হলুদ অটো) লাইসেন্স নবায়নসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন চালকেরা। অটো শ্রমিক কল্যাণ সংগঠনের ব্যানারে আজ বৃহস্পতিবার দুপুরে নগরের ফজলুল হক অ্যাভিনিউয়ে নগর ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।

 

শ্রমিকদের চার দফার মধ্যে রয়েছে—অবিলম্বে লাইসেন্স নবায়ন, চালকদেরও চালক লাইসেন্স প্রদান, নগরের রুপাতলী-নথুল্লাবাদ-লঞ্চঘাট-হাতেম আলী চৌমাথা পয়েন্টে অটোর স্ট্যান্ড নির্মাণ, সব রুটের ভাড়ার নির্ধারিত চার্ট প্রণয়ন।

 

মানববন্ধনে শ্রমিকেরা চার দফা দাবি তুলে ধরে বলেন, ২০২৩ সালের শুরুতে বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরে চলাচলকারী ৭ হাজার ৬১০টি হলুদ ইজিবাইকের মালিকানা লাইসেন্স দেওয়া হয়েছিল। কিন্তু এক বছর মেয়াদি এসব লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর। এরপর তারা লাইসেন্স নবায়নের জন্য সিটি করপোরেশনে যোগাযোগ করলেও তা আর নবায়ন করা হয়নি। এর ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন মহল এসব যানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে। এতে তারা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন।

 

এ সময় শ্রমিকেরা হয়রানি বন্ধে সিটি করপোরেশন থেকে দেওয়া সব লাইসেন্সের নবায়ন দেওয়ার দাবি জানান। এসব দাবি দ্রুত মেনে না দিলে পরে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা।

 

 

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মোশারফ গাজী, সাধারণ সম্পাদক জামাল গাজী, লাইন সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক সজল সরদার।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal