Advertise top
বরিশাল

ভোলায় জামায়াতে নামাজ আদায় , ১৬ মুসুল্লী পুরস্কৃত

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ১০:৩১ পিএম    

ভোলায় জামায়াতে নামাজ আদায় , ১৬ মুসুল্লী পুরস্কৃত
ভোলায় জামায়াতে নামাজ আদায়কারীদের পুরস্কার প্রদান। ছবি: বরিশাল নিউজ

ভোলায় ৪০ দিন জামায়াতে নামাজ আদায় প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠানে ৪৮ জন প্রতিযোগীর মধ্যে ১৬ জনকে পুরস্কৃত করা হয়েছে।

 

ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত খোরশেদ মল্লিক বাড়ি দরজা জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে “৪০ দিন জামায়াতে নামাজ আদায় প্রতিযোগিতা-২০২৪” এর সমাপ্তি উপলক্ষে শুক্রবার, ১০ জানুয়ারি আলোচনা সভার পরে পুরস্কার বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরাণগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মুফতি আমান উল্লাহ ওসমানী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মো: মহিউদ্দিন, মাওলানা মো: ইব্রাহিম, মাওলানা মো: নুরুদীন (বর্তমান ইমাম), এবং মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়া গ্রামীণ সমাজ কল্যাণ পাঠাগারের আহ্বায়ক মো: শাহরিয়ার ঝিলন, ভোলার বাণীর সিনিয়র স্টাফ রিপোর্টার মো: ইয়ামিন হাওলাদার এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

 

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি ও আরসিটি-সেবা’র সিইও মোঃ রাজিব হোসেন রাজু। তিনি তার বক্তব্যে বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য ধর্মীয় অনুশাসনের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা এবং নামাজের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। আগামী দিনগুলোতেও আমরা এ ধরনের উদ্যোগ গ্রহণ করব।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal