বরিশাল নিউজ
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ পিএম

বরিশালে ঘোড়া চুরির অভিযোগে তিনদিন ধরে শিকলবন্দি এক কিশোরকে উদ্ধার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর সন্ধ্যায় মহানগরের রসুলপুর চরে অভিযানে গিয়ে ওই কিশোরকে উদ্ধার করা হয় বলে ডিবির পরিদর্শক সগীর হোসেন জানান।
উদ্ধার হওয়া পিতৃ-মাতৃহীন ওই কিশোর নগরীর কলাপট্টি এলাকায় থাকতো।
পরিদর্শক সগীর হোসেন বলেন, মাদক উদ্ধার করতে গিয়ে চরের বাসিন্দা মাসুদ সরদারের ঘরে পায়ে শিকল দিয়ে তালাবন্দি অবস্থায় ওই কিশোরকে দেখতে পান তারা।
তার কাছ থেকে জানতে পারেন, মাসুদ সরদারের একটি ঘোড়া ছিল। ওই ঘোড়া চুরি হয়েছে। ঘোড়া চুরির অভিযোগে তিনদিন আগে তাকে ধরে এনে শিকলবন্দি করে ঘরে আটকে রাখা হয়। মাসুদ সরদারকে পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন