Advertise top
বরিশাল

মর্মান্তিক!

বরিশাল নিউজ

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮ পিএম    

মর্মান্তিক!
সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী মাসুমা আক্তার। ছবি: বরিশাল নিউজ

বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে আজ বুধবার, ১৮ ডিসেম্বর মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী মাসুমা আক্তার। এ সময় তার কোলে থাকা ১৩ মাসের কন্যা সন্তানটি বেঁচে যায়।

 

মাসুমা কাশীপুর ইউনিয়নের কলসগ্রামের মিজানুর রহমানের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে দুই সন্তানসহ মোটরসাইকেলে বাবার বাড়ি যাচ্ছিলেন।

 

পথে বাস টার্মিনালের কাছে রিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন মাসুমা আক্তার (২৮) ও তার ১৩ মাসের কন্যা সন্তান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক পড়ে থাকা মাসুমার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

 

মাসুমার স্বজন আদনান অলি জানান, সাইফুল স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে নগরের কাউনিয়া টেক্সটাইল এলাকায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা অতিক্রম করার সময় সামনে থাকা একটি রিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে পেছনে বসা মাসুমা কোলে থাকা কন্যা সন্তানসহ সড়কে পড়ে যান। তখন পেছনে থাকা গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক মাসুমার মাথার ওপর উঠে যায়।

 

বিমানবন্দর থানার ওসি মো. জাকির হোসেন সিকদার বলেন, ঘটনার পর পর স্থানীয় জনতা ও ট্রাফিক পুলিশ ট্রাকচালক সাইফুলকে আটক করে থানা-পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal