Advertise top
বরিশাল

কীর্তনখোলায় স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষ; মৃত্যু ১ নিখোঁজ ৩

বরিশাল নিউজ

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৬ পিএম    

কীর্তনখোলায় স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষ; মৃত্যু ১ নিখোঁজ ৩

বরিশালে কীর্তনখোলা নদীতে বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় একজন মারা গেছেন এবং তিন জন নিখোঁজ আছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে কীর্তনখোলা নদীর চরমোনাই ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, ভোলা থেকে ১০ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে যায় স্পিডবোটটি। এটি চরমোনাই এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদীতে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি নদীতে তলিয়ে যায়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, স্পিডবোট ডুবে গেলে পাঁচজন সাঁতরে তীরে ওঠেন। ডুবে যাওয়াদের মধ্যে দুজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজন মারা যান। ডুবে যাওয়া অপর তিনজনকে এবং স্পিডবোটটি এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি বলে জানিয়েছে নৌ পুলিশ।

 

ওসি সনাতন চন্দ্র জানান, নৌ-পুলিশসহ উদ্ধারকারী অন্যান্য সংস্থা ঘটনাস্থলে আছে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal