Advertise top
ধর্ম

ইসকনের ১৭ জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

বরিশাল ডেস্ক নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ পিএম    

ইসকনের ১৭ জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ
ইসকন বাংলাদেশ লোগো

দি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেসের (ইসকন) ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ। ইসকনের সঙ্গে যুক্ত চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৭ ব্যক্তি এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবও (আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের হিসাব ব্যতীত) স্থগিত করতে বলা হয়েছে।

 

বৃহস্পতিবার সব ব্যাংকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। একই সঙ্গে এদের ঋণ, আমানত, ব্যবসাসহ যাবতীয় তথ্য আগামী তিন দিনের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

 

মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২৩(১)(গ) ধারার আওতায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণত অর্থপাচার, অবৈধ লেনদেন হলে এই আইনে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে বিএফআইইউ।

 

অ্যাকাউন্ট ফ্রিজের তালিকায় রয়েছেন- চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস। তার জাতীয় পরিচয়পত্র নম্বর ১৫১৩৭৬৫১০৪২৬। তাকে গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। 

 

অ্যাকাউন্ট ফ্রিজের তালিকায় অন্যদের মধ্যে আছেন- কার্ত্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্ব কুমার সিংহ, চন্ডিদাস বালা, জয়দেব কর্মকার, লিপী রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাশ, প্রিয়তোষ দাশ, রূপন দাস, রূপন কুমার ধর, আশীষ পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী ও সজল দাস।

 

বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে- ইসকনের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট এসব ব্যক্তি এবং তাদের মালিকানাধীন সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের নামে পরিচালিত যে কোনো ধরনের হিসাবের তথ্য ও দলিল পাঠাতে হবে। এ ক্ষেত্রে হিসাব খোলার ফরম, কেওয়াইসি, লেনদেন বিবরণী, সকল ধরনের ঋণ সংক্রান্ত তথ্য, আমদানি ও রপ্তানি সংক্রান্ত তথ্যও পাঠাতে বলা হয়েছে। নির্ধারিত ছকে আগামী তিন দিনের মধ্যে যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।

 

বিষয় : ইসকন, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal