Advertise top
অর্থনীতি

ভারতীয় পেঁয়াজ আমদানি বেড়েছে

বরিশাল ডেস্ক নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০৭:৪১ পিএম    

ভারতীয় পেঁয়াজ আমদানি বেড়েছে
হিলি স্থলবন্দর থেকে আসছে ভারতীয় পেঁয়াজ। ছবি: অনলাইন

দিনাজপুরের হিলি স্থলবন্দরে গত এক সপ্তাহ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি বেড়েছে। আগে যেখানে প্রতিদিন গড়ে ৩০-৩৫ ট্রাক আমদানি হতো এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে ৬০-৭০ ট্রাকে। ফলে সরবরাহ বৃদ্ধি পেয়ে বন্দর অভ্যন্তরে পাইকারি পর্যায়ে কেজিতে ১০ টাকা দাম কমেছে। তবে খুচরা বাজারে কমেছে পাঁচ টাকা।

 

ব্যবসায়ীরা জানান, ভারতের বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। ফলে সে দেশের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এতে সে দেশের ব্যবসায়ীরা টন প্রতি ২০-৩০ ডলার কমে রপ্তানি করছেন। সেই সঙ্গে দেশের বাজারে কৃষকের উৎপাদিত পাতা পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। যার প্রভাব পড়তে শুরু করেছে। এক সপ্তাহ আগে যে পেঁয়াজ বন্দরে পাইকারি পর্যায়ে ৭০-৮০ টাকা দরে বিক্রি হতো এখন সেই পেঁয়াজ মানভেদে ৬০-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

 

আমদানিকারক শহিদুল ইসলাম জানান,কেজিতে পাইকারি পর্যায়ে ১০ টাকা দাম কমলেও খুচরা পর্যায়ে মাত্র ৫ টাকা দাম কমেছে। আগে যে পেঁয়াজ ৯০ টাকা দরে বিক্রি হতো তা এখন ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

 

হিলি স্থলবন্দরের তথ্যমতে চলতি বছরে ১ হাজার ৮৮৪টি ভারতীয় ট্রাকে ৬০ হাজার ৭১০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

সূত্র: সমকাল


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal