Advertise top
বরিশাল

মৃত্যুর কারণ জানতে আন্দোলনে নিহত রাকিবের মরদেহ উত্তোলন

বরিশাল নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ পিএম    

মৃত্যুর কারণ জানতে আন্দোলনে নিহত রাকিবের মরদেহ উত্তোলন
আন্দোলনে নিহত বানারীপাড়ার রাকিবের মরদেহ উত্তোলন। ফাইল ফটো।

ময়না তদন্তোর জন্য প্রায় সাড়ে চার মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের জম্বদীপ গ্রামের রাকিব বেপারির (২১) মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজিদ উর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডির ইন্সপেক্টর মো. জয়নাল আবেদীন, বানারীপাড়া থানার উপপরিদর্শক মো. নুরুল ইসলাম ও শফিকুল ইসলামের উপস্থিতিতে পারিবারিক কবরস্থান থেকে রাকিবের মরদেহ তুলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ  হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ ফের দাফন করা হয়।

 

মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডির ইন্সপেক্টর মো. জয়নাল আবেদীন বলেন, রাকিবের মৃত্যুর কারণ উদ্ঘাটনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হচ্ছে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal