Advertise top
শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয়ে তালা, নামফলক খুলে নিয়েছেন শিক্ষার্থীরা

বরিশাল নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০৭:২৫ পিএম    

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয়ে তালা, নামফলক খুলে নিয়েছেন শিক্ষার্থীরা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয়ে তালা। ছবি: বরিশাল নিউজ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে পদত্যাগ না করায় আজ বৃহস্পতিবার, ২৮ নভেম্বর দুপুরে শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের লোকজনকে বের করে দিয়ে দুটি কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে দেন। এ সময় তারা কার্যালয়ের সামনে থেকে উপাচার্যের নামফলকও খুলে ফেলেন।

 

পদত্যাগ দাবি করা শিক্ষার্থীদের অভিযোগ, জুলাই বিল্পবের চেতনা ধারণ না করা ও বারবার বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে বিতর্কিত আওয়ামী দোসরদের পুনর্বাসন করার চেষ্টা করেন উপাচার্য শুচিতা শরমিন। এ কারণে গতকাল বুধবার সন্ধ্যায় শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের এক দফা দাবি করে আজ দুপুর ১২টার মধ্যে উপাচার্যকে পদত্যাগ করার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

 

এদিকে আজ বিকেলে জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপাচার্য শুচিতা শরমিন প্রধান অতিথি থাকার কথা ছিল।  কিন্তু তাকে বর্জনের ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে তার নাম মুছে সেখানে সহ–উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানিকে প্রধান অতিথি করেন।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, উপাচার্য গত মঙ্গলবার রাত থেকেই ক্যাম্পাসে নেই। তিনি মুঠোফোনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করলেও গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলছেন।

 

আন্দোলনকারী শিক্ষার্থী ছাত্রদলের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি রেজা শরিফ বলেন, এই উপাচার্য আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছেন। সর্বশেষ বিতর্কিত ব্যক্তিকে কোষাধ্যক্ষ হিসেবে যোগদানে শিক্ষক-শিক্ষার্থী সবার বিরোধিতা সত্ত্বেও সহযোগিতা করেছেন উপাচার্য। তিনি যোগদানের পর কোনো কাজই সময়মতো ও ঠিকঠাকভাবে করছেন না। তিনি নিজের ইচ্ছামাফিক সবকিছু চালাতে চাইছেন। ফলে শিক্ষার্থীরা সময়মতো পরীক্ষার রেজাল্ট পাচ্ছেন না, মেডিকেলে গেলে ওষুধ মিলছে না। সব বিষয় মিলিয়ে তাঁরা উপাচার্যের পদত্যাগের আন্দোলন করছেন।

 

উল্লেখ্য, নতুন নিয়োগ পাওয়া কোষাধ্যক্ষ কর্নেল (অব.) আবু হেনা মোস্তফা কামাল খান মঙ্গলবার রাতে যোগদান করতে এলে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে তিনি যোগদান না করেই ক্যাম্পাস ত্যাগ করেন।

 

শিক্ষার্থীরা জানান, আবু হেনা মোস্তফা কামালকে যোগদান করাতে উপাচার্য সহযোগিতা করেন। এসব বিষয়ে গতকাল বিকেলে তারা একটি মতবিনিময় সভার আয়োজন করেন। সভায় উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে উপনীত হন তারা। শিক্ষার্থীদের এই দাবিতে বেশ কয়েকজন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীও সংহতি প্রকাশ করেছেন।

 

 উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০ আগস্ট পদত্যাগ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। গত ২৩ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক শুচিতা শরমিনকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal