Advertise top
বরিশাল

চরফ্যাসনে বয়লার বিস্ফোরণে যুবক নিহত

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০৮:০১ পিএম    

চরফ্যাসনে বয়লার বিস্ফোরণে যুবক নিহত
চরফ্যাসনের চর-মাদ্রাজ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর-আফজাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাসনে ধান সেদ্ধ করার বয়লার বিস্ফোরণে মো. আল আমিন (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। আহতরা হলেন- আলামিনের ভাই ফিরোজ ও বয়লার মালিক মনির হোসেন।

 

চর-মাদ্রাজ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর-আফজাল গ্রামে শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন ওই গ্রামের মৃত জলিল মাঝির ছেলে।

 

স্থানীয়রা জানান, আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠান চিকিৎসক। অপর আহত মনির হোসেন চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন।

 

স্থানীয়রা জানান, গত তিন দিন আগে বয়লারে ধান সেদ্ধ করার জন্য চুল্লি নির্মাণ করে হাস্কিং মেশিন বসানো হয়। প্রতিদিনের মতো শ্রমিকরা ভোর ৫টায় চুল্লিতে আগুন দিয়ে ধান সেদ্ধ শুরু করেন। হঠাৎ বিকট শব্দে বয়লার মেশিন ও চুল্লির মধ্যে বিস্ফোরণ হয়। শব্দ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে ছড়িয়ে হতাহতদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে যায়।

 

স্থানীয়দের অভিযোগ বয়লার মালিক মনির হোসেন সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করেই ধান সেদ্ধ করার জন্য বয়লার চুল্লি ও হাস্কিং মেশিন স্থাপন করেছেন। তার গাফিলতির কারণেই বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

 

চরফ্যাসন হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ উদ্দিন জানান, হাসপাতালে আনার আগে বিস্ফোরণে দগ্ধ আলামিনের মৃত্যু হয়েছে। তার শরীরের এক তৃতীয়াংশ ঝলসে গেছে এবং মাথায় আঘাত পেয়েছেন। অপর গুরুতর আহত ফিরোজকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

সূত্র: সমকাল


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal