Advertise top
বরিশাল

ভোলায় আগ্নেয়াস্ত্র, হাতবোমাসহ ৩ ভাই আটক

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০৭:৩০ পিএম    

ভোলায় আগ্নেয়াস্ত্র, হাতবোমাসহ ৩ ভাই আটক
ভোলার দৌলতখান থেকে অস্ত্র, রাম দা ও হাতবোমাসহ আটককৃত সন্ত্রাসী ৩ ভাই। ছবি:বরিশাল নিউজ

ভোলার দৌলতখান উপজেলায় অভিযান চালিয়ে ১টি আগ্নেয়াস্ত্র, ১০টি হাতবোমা এবং ৪টি দেশীয় অস্ত্রসহ (রামদা)তিন ভাইকে আটক করেছে কোস্ট গার্ড।

 

উপজেলার মদনপুর ইউনিয়নের মদনপুর এলাকায় শুক্রবার ভোরের দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ।

 

আটককৃতরা হলেন, মো.মফিজ মাল (৩৬),মো. মামুন মাল (৩০) ও মো.শামিম মাল (১৯)। তারা উপজেলার মদনপুর ইউনিয়নের বাসিন্দা।

 

ভোলার খেয়াঘাট এলাকায় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোন কার্যালয়ে সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এই তথ্য জানান।  

 

তাদের বিরুদ্ধে চাঁদাবাজী, জমি দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে দাবি করেন তিনি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal