Advertise top
অর্থনীতি

২ মাস পর পর ডিমের দাম নির্ধারণের দাবি পোল্ট্রি খামারিদের

বরিশাল নিউজ

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৭:৫৭ পিএম     আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ পিএম

২ মাস পর পর ডিমের দাম নির্ধারণের দাবি পোল্ট্রি খামারিদের
বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিপিআইএ) মতবিনিময় সভা। ছবি: সংগৃহীত

খামারিদের সঙ্গে আলোচনা না করে মুরগি ও ডিমের দাম বাড়ানো হয় বলে অভিযোগ করেছেন বরিশালের খামারিরা।

 

বরিশাল নগরীতে শুক্রবার বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিপিআইএ) মতবিনিময় সভায় এ অভিযোগ করেন তারা।

 

বরিশাল বিভাগীয় শাখার আয়োজনে নগরীর সি অ্যান্ড বি সড়কের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় বানারীপাড়া উপজেলার খামারি মো.গোলাম মোস্তফা বলেন, তাদের সঙ্গে পরামর্শ না করে ডিমের মূল্য নির্ধারণ করায় খামারিদের বিপাকে পড়তে হয়।

 

সভায় আলোচনা করেন বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক মো. লুৎফুর রহমান এবং কৃষিবিদ অঞ্জন মজুমদার। সভাপতিত্ব করেন বিপিআইএয়ের কেন্দ্রীয় কমিটির সদস্য গাজী আব্দুর রহিম।

 

পোল্ট্রি খামারিদের সুরক্ষা এবং উৎপাদিত ডিম ও মুরগির লাভজনক যৌক্তিক মূল্য প্রাপ্তির দাবি জানিয়ে পিরোজপুরের খামারি মো. মিলন বলেন, সরকার তাদের ভর্তুকি না দিয়ে কিভাবে দাম নির্ধারণ করেন। সকলের সঙ্গে আলোচনা করে দাম নির্ধারণের দাবি জানান তিনি।

 

বক্তাদের দাবি, বর্তমানে খাবার, ওষুধ ও মুরগির বাচ্চার দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। তাই ডিম ও মুরগির দাম বৃদ্ধি পেয়েছে।

 

সভায় বরিশাল বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা থেকে খামারি ও ডিলাররা উপস্থিত ছিলেন।

 

ডিলার মাহমুদ হাসান অভিযোগ, সরকার ডিলারদের কোনো সহযোগিতা করে না। মন্ত্রণালয় থেকে যে সহযোগিতা করা হয় তাও মধ্যস্বত্বভোগী ও সরকারি লোকজন পায়। প্রান্তিক পর্যায়ের খামারি ও ডিলাররা ভর্তুকি বা প্রণোদনা পায় না।

 

আলোচনায় অংশ নেওয়া বিপিআইএয়ের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার মো. মনির আহমেদ দুই মাস পর পর ডিমের দাম নির্ধারণের তাগিদ দিয়েছেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal