বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০৭:৫০ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলমের রংপুর সফরের খবরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় পার্টি (জাপা)।
নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয় থেকে শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রংপুর প্রেসক্লাব হয়ে পুলিশ লাইনস পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার ফিরে এসে নগরের পায়রা চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন জাপার কো-চেয়ারম্যান ও সাবেক মেয়র মোস্তাফিজার রহমান এবং মহানগর জাতীয় পার্টির সদস্যসচিব এস এম ইয়াসির।
এদিন বেলা ১১টার দিকে রংপুর সফরে আসেন পুলিশ মহাপরিদর্শক ময়নুল ইসলাম। তার সফরসঙ্গী হিসেবে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমকে দেখা গেছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ রংপুর সফরে যাননি।
জাতীয় পার্টির প্রতিবাদ সমাবেশে দলটির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে সারজিস রংপুরে আসার প্রতিবাদে বিক্ষোভ করেছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। কারণ আমরা হাসনাত ও সারজিসকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছি। রংপুরে তারা এলে এখন থেকে আমরা পাল্টা কর্মসূচি দেবো।’
সমন্বয়ক সারজিস আলমের রংপুর সফরের খবরে জাতীয় পার্টির লাঠি মিছিল । ছবি: সংগৃহীত
মোস্তাফিজার রহমান মোস্তফা আরো বলেন “বঙ্গভবনে উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে জাতীয় পার্টি ছিল। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম ধাপের সংলাপে জাতীয় পার্টি আমন্ত্রণ পেয়ে সংস্কার কার্যক্রমের বিষয়ে মতামত দিয়েছ। এই সংলাপে প্রধান উপদেষ্টা কাকে কাকে ডাকবেন সেটি তার এখতিয়ার। কিন্তু আমরা দেখলাম, হাসনাত ও সারজিস জাতীয় পার্টিকে সংলাপে ডাকা যাবে না বলে বিবৃতি দিয়েছেন। এর প্রতিবাদে আমরা রংপুরে তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম। কিন্তু আজ লক্ষ্য করলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে পুলিশের মহাপরিদর্শক এক সমন্বয়ককে নিয়ে রংপুরে এসেছেন। এটি দুঃখজনক। আমরা জানতে চাই, ওই সমন্বয়ক কী ধরনের ভিআইপি যে তাকে সঙ্গে নিয়ে আইজিপিকে রংপুরে আসতে হবে। তিনি বলেন, “দেশের সংবিধান অনুযায়ী পুলিশ প্রটোকল পাবেন কারা, সেটা সবাই জানে।” আইজিপি মহোদয়ের সম্মানার্থে আজ আমরা আর কোনও কর্মসূচি পালন করলাম না। তবে এরপর যখনই দুই সমন্বয়ক রংপুরে আসবে তখনই প্রতিরোধ করবো।’
বৈষম্যবিরোধী আন্দোলনে রংপুরে জাতীয় পার্টির কী ভূমিকা ছিল তা তুলে ধরতে গিয়ে দলটির নেতা মোস্তফা বলেন, “কোটা সংস্কার আন্দোলনে সর্বপ্রথম ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল জাতীয় পার্টির নেতাকর্মীরা। যখন আন্দোলনরত শিক্ষার্থীরা আওয়ামী লীগের হামলার ভয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে বের হতে পারেননি, তখন জাতীয় পার্টিই মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল।
এর আগে শুক্রবার রাতেও একই বিষয়ে নগরীতে বিক্ষোভ দেখিয়েছে জাতীয় পার্টির নেতাকর্মীরা।
সূত্র: অনলাইন মিডিয়া
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন